Logo Logo

মৃত্যুর ২৮ বছর পর বিখ্যাত রিভেঞ্জ ড্রেস পরে প্যারিসে ফিরলেন প্রিন্সেস ডায়ানা


Splash Image

১৯৯৭ সালের আগস্টে প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হওয়া বিশ্বজুড়ে জনপ্রিয় রাজবধূ প্রিন্সেস ডায়ানা এবার প্যারিসে ফিরে এলেন। তিনি হাজির হয়েছেন সেই বিখ্যাত কালো গাউনে, যা তিনি পরেছিলেন স্বামী প্রিন্স চার্লসের পরকীয়ার খবর প্রকাশ্যে আসার পর।


বিজ্ঞাপন


ফ্রান্সের গ্রেভিন মোম জাদুঘর বৃহস্পতিবার তাদের নতুন আকর্ষণ হিসেবে প্রিন্সেস ডায়ানার মূর্তি উন্মোচন করেছে। শনিবার এনবিসি এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

লন্ডনের বিখ্যাত মোম জাদুঘরের মতোই প্যারিসের গ্রেভিন জাদুঘরে আগে থেকেই স্থাপন করা হয়েছিল বর্তমান রাজা চার্লস তৃতীয় এবং প্রয়াত রানি এলিজাবেথ দ্বিতীয়-এর মূর্তি। তবে এতদিন পর্যন্ত ডায়ানার মূর্তি সেখানে ছিল না। অবশেষে, ২৮ বছর পর তিনি প্যারিসে সম্মানিত হলেন।

ডায়ানার মূর্তিতে তাকে দেখানো হয়েছে ১৯৯৪ সালের সেই কালো গাউনে, যা তৈরি করেছিলেন প্রসিদ্ধ পোশাকশিল্পী ক্রিস্টিনা স্টাম্বোলিয়ান। ১৯৯৪ সালে বিবাহবিচ্ছেদের পর তুমুল আলোড়নের সময় ডায়ানা এক অনুষ্ঠানে এই পোশাক পরে হাজির হন। সেদিন প্রচারিত এক সাক্ষাৎকারে প্রিন্স চার্লস স্বীকার করেন, তিনি ডায়ানার প্রতি বিশ্বস্ত ছিলেন না।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, “প্যারিসে তার মর্মান্তিক মৃত্যুর প্রায় ২৮ বছর পরও ডায়ানা বিশ্ব সংস্কৃতির অন্যতম প্রভাবশালী চরিত্র হিসেবে বহমান। তার পোশাকরুচি, মানবিকতা এবং স্বাধীনচেতা ব্যক্তিত্ব এখনো মানুষকে আকর্ষণ করে। আমরা তাকে সম্মান জানাতেই এই উদ্যোগ নিয়েছি।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...