Logo Logo

পাকিস্তানে এফসি সদর দপ্তরে আত্মঘাতী হামলা, বহু হতাহতের শঙ্কা


Splash Image

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি (এফসি) সদর দপ্তরে সোমবার বন্দুকধারী ও আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


পুলিশ ও নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, এ হামলায় অন্তত তিনজন সন্ত্রাসী নিহত হয়েছে এবং তিনজন এফসি সদস্য শহীদ হয়েছেন। এছাড়া আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন এফসি কর্মী রয়েছেন।

পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার (সিসিপিও) ড. মিয়ান সাঈদ আহমাদ জানান, তিনজন আত্মঘাতী বোমাকারী এফসি সদর দপ্তরে প্রবেশের চেষ্টা করে।

তিনি বলেন, “একজন হামলাকারী মূল গেটের সামনে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়, আর বাকি দুইজন কমপাউন্ডের ভেতরে ঢুকে পড়ে।”

ড. সাঈদ আরও জানান, এফসি সদস্যরা তাৎক্ষণিকভাবে হামলাকারীদের মোকাবিলা করে এবং কমপাউন্ডের ভেতরে ঢুকে পড়া দুইজনকে গুলি করে হত্যা করে। পরবর্তীতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি গোলাগুলির সময় তিন আত্মঘাতী হামলাকারীই নিহত হয়।

তার ভাষ্য অনুযায়ী, এফসি সদস্যদের দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়ার ফলে হামলাকারীরা বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালাতে পারেনি। ঘটনার পর পুরো সদর এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ করে বিকল্প পথে ট্রাফিক পরিচালনা করা হচ্ছে। সম্ভাব্য আরও হুমকি মোকাবিলায় নিরাপত্তা সংস্থাগুলো ব্যাপক তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।

এফসির ডেপুটি কমান্ড্যান্ট জাভেদ ইকবালও হামলায় তিন সন্ত্রাসীর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সদর দপ্তরের ভেতরে এখনো সতর্কতামূলক অনুসন্ধান কার্যক্রম চলছে, যাতে কোনো অবশিষ্ট হুমকি থেকে না যায়।

নিরাপত্তা সূত্র জানায়, পেশোয়ার অঞ্চলটি অতীতেও সন্ত্রাসী কর্মকাণ্ডে আক্রান্ত হয়েছে। বিশেষ করে ২০২২ সালের নভেম্বর মাসে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে নিরাপত্তা বাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যদের লক্ষ্য করে হামলার ঘোষণা দেওয়ার পর থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলার সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ওই যুদ্ধবিরতি ভঙ্গের পর এসব এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর হামলার প্রবণতা আরও তীব্র হয়।

এর আগে গত সেপ্টেম্বরে খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় এফসি সদর দপ্তরে হামলার একটি চেষ্টা নস্যাৎ করা হয়। ওই ঘটনায় ছয়জন সৈন্য নিহত এবং পাঁচজন হামলাকারী মারা যায়।

পাকিস্তান সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক এ হামলাটি ‘ইন্ডিয়ান প্রক্সি ফিতনা–আল–খাওয়ারিজ’ নামের একটি গোষ্ঠী চালিয়েছে, যা সরকার নিষিদ্ধ টিটিপি–সংশ্লিষ্ট সন্ত্রাসী সংগঠনের বর্ণনায় ব্যবহার করে থাকে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...