Logo Logo

বিশ্ববাজারে ফের বাড়লো স্বর্ণের দাম


Splash Image

বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ শিগগির সুদের হার কমাতে পারে—এমন প্রত্যাশার জেরে সোমবার (২৪ নভেম্বর) স্বর্ণের দাম প্রায় এক শতাংশ বেড়েছে।


বিজ্ঞাপন


বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় দুপুর ১টা ৪৩ মিনিটে স্পট স্বর্ণের দাম এক দশমিক দুই শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ১১১ দশমিক ৮৬ ডলারে পৌঁছায়। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচার শূন্য দশমিক চার শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৯৪ দশমিক ২ ডলারে স্থির হয়।

টিডি সিকিউরিটিজের কমোডিটি স্ট্র্যাটেজি প্রধান বার্ট মেলেক জানান, বাজারে ক্রমেই এমন বিশ্বাস তৈরি হচ্ছে যে ইউএস ফেডারেল রিজার্ভ ডিসেম্বরেই সুদের হার কমানোর পথে হাঁটতে পারে। তিনি বলেন, বিনিয়োগকারীরা এখন নতুন অর্থনৈতিক তথ্যের অপেক্ষায় রয়েছেন এবং ধারণা করা হচ্ছে, এসব তথ্য কিছুটা নিম্নমুখী হতে পারে। মুদ্রাস্ফীতিও খুব বেশি বাড়বে না বলে আশা করা হচ্ছে, যা স্বর্ণের দামের ঊর্ধ্বগতি বজায় রাখার পক্ষে ইঙ্গিত দিচ্ছে।

এদিকে নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস শুক্রবার বলেন, যুক্তরাষ্ট্রের সুদের হার ‘নিকট ভবিষ্যতে’ কমানো হতে পারে। তবে এতে ফেডের মুদ্রাস্ফীতির লক্ষ্যে বড় ধরনের বিঘ্ন ঘটবে না এবং পাশাপাশি এটি শ্রমবাজারে সম্ভাব্য পতন রোধেও সহায়ক হবে।

সিএমই ফেডওয়াচ টুলের সোমবারের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা দাঁড়িয়েছে ৭৯ শতাংশে।

স্টোনএক্সের বিশ্লেষক রোনা অকনেল বলেন, ফেডের সুদ কমানো নিয়ে চলমান বিতর্ক এবং বিশেষ করে ইউক্রেন ঘিরে পরিবর্তিত ভূ-রাজনৈতিক বাস্তবতা স্বর্ণের দাম আরও বাড়াতে সহায়ক হতে পারে। তবে তার মতে, স্বর্ণের দাম আপাতত চার হাজার থেকে ৪ হাজার ১০০ ডলারের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে।

অন্যদিকে মূল্যবান ধাতুর বাজারে রুপা ও প্লাটিনামের দামও ঊর্ধ্বমুখী ছিল। স্পট রুপার দাম এক দশমিক সাত শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫০ দশমিক ৮৪ ডলারে পৌঁছেছে। একই সময়ে প্লাটিনামের মূল্য দুই দশমিক তিন শতাংশ বেড়ে আউন্সপ্রতি এক হাজার ৫৪৫ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, সম্ভাব্য সুদহার হ্রাস এবং ভূ-রাজনৈতিক উত্তেজনা আগামী দিনগুলোতেও স্বর্ণসহ মূল্যবান ধাতুর বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...