Logo Logo

জাকার্তার পরে বিশ্বের জনবহুল শহরের তালিকায় ঢাকা


Splash Image

ঢাকার জনসংখ্যা ও শহরের পরিধি দিন দিন বেড়ে চলেছে। বিশ্বের অন্যান্য মহানগরের তুলনায় ঢাকায় মানুষের আনাগোনা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহর হিসেবে অবস্থান করছে এবং ২০৫০ সালের মধ্যে এটি বিশ্বের বৃহৎ শহরের শীর্ষে পৌঁছাতে পারে।


বিজ্ঞাপন


বুধবার (২৬ নভেম্বর) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বে বিশ্বের সবচেয়ে বড় শহর হিসেবে চিহ্নিত ছিল জাপানের রাজধানী টোকিও। তবে বর্তমানে জাকার্তা শীর্ষে অবস্থান করছে। ঢাকাকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। টোকিও এখন তৃতীয় স্থানে নেমেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে জাকার্তায় বাস করেন ৪ কোটি ১৯ লাখ মানুষ, ঢাকায় ৩ কোটি ৬৬ লাখ এবং টোকিওতে ৩ কোটি ৩৪ লাখ মানুষ বসবাস করছেন।

জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক বিষয়ক বিভাগের ‘ওয়ার্ল্ড আর্বানাইজেশন প্রসপেক্ট ২০২৫’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে বর্তমানে মেগাসিটির সংখ্যা ৩৩টি। যেখানে ১৯৭৫ সালে মাত্র আটটি মেগাসিটি ছিল। এক কোটি বা তার বেশি মানুষের বসবাসযুক্ত শহরগুলোকে মেগাসিটি হিসেবে চিহ্নিত করা হয়।

এই ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টি এশিয়ায় অবস্থিত। শীর্ষ ১০টি মেগাসিটির মধ্যে ৯টির অবস্থানও এশিয়ায়। এ তালিকায় রয়েছে ভারতের নয়াদিল্লি (৩ কোটি ২ লাখ), চীনের সাংহাই (২ কোটি ৯৬ লাখ), চীনের গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ), ফিলিপাইনের মানিলা (২ কোটি ৪৭ লাখ), ভারতের কলকাতা (২ কোটি ২৫ লাখ) এবং দক্ষিণ কোরিয়ার সিউল (২ কোটি ২৫ লাখ)।

এশিয়ার বাইরে শীর্ষ ১০ মেগাসিটির মধ্যে কেবল মিসরের রাজধানী কায়রো রয়েছে, যেখানে বাস করেন ৩ কোটি ২০ লাখ মানুষ। অন্যদিকে, আমেরিকার অঞ্চলে সবচেয়ে বড় শহর ব্রাজিলের সাও পাওলো (১ কোটি ৮৯ লাখ) এবং সাব-সাহারা অঞ্চলে সবচেয়ে বড় শহর নাইজেরিয়ার লাগোস।

জাতিসংঘ প্রতিবেদনে উল্লেখ করেছে, ঢাকার জনসংখ্যা বৃদ্ধি পেছনের মূল কারণ হলো গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ রাজধানীতে আসা। অনেকে কাজ ও শিক্ষার সুযোগের খোঁজে ঢাকায় পাড়ি জমাচ্ছেন, আবার অনেকে বন্যা ও সমুদ্র স্তরের বৃদ্ধি সম্পর্কিত ঝুঁকি এড়াতে শহরে আসছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...