Logo Logo

বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে বর্নাঢ্য র‍্যালী


Splash Image

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি”—এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাই স্কুল মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ সালেহ আল রেজার সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা অনন্য কবিবের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার এবং বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, প্রধান শিক্ষক এইচ এম জাফর আহমেদ এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

প্রদর্শনীতে স্থানীয় খামারিরা দেশীয় প্রজাতির গাভী, ব্ল্যাক বেঙ্গল ছাগল, কবুতর, ঘাস, মুরগি, হাঁসসহ নানা ধরনের পশুপাখি প্রদর্শন করেন। এ আয়োজনের মাধ্যমে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও দেশীয় জাত সংরক্ষণের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ব্যাপক সচেতনতা সৃষ্টি হবে বলে আশা ব্যক্ত করেন আয়োজকরা।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...