Logo Logo

পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ৪টি ভারতীয় গরু আটক


Splash Image

নীলফামারী ব্যাটেলিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে পঞ্চগড় সীমান্তবর্তী এলাকা থেকে চার লক্ষ টাকা মূল্যের চারটি ভারতীয় গরু আটক করা হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ৫৬ বিজিবির ধামের হাট বিওপির একটি বিশেষ টহল দল নায়েব সুবেদার মো. সুবেদার আলীর নেতৃত্বে সীমান্ত পিলার ৭৭০/১ থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লাহেরীপাড়া নামক স্থানে অভিযান চালায়। এ সময় চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে আনা চারটি ভারতীয় গরু জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা। তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত গরুগুলো বিধি মোতাবেক আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ বিষয়ে নীলফামারী ব্যাটেলিয়ন (৫৬ বিজিবি) জানায়, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি মাদকদ্রব্যসহ সকল ধরনের অবৈধ পণ্য চোরাচালান রোধে বিজিবি সর্বদা কঠোর নজরদারি ও সতর্ক অবস্থানে রয়েছে।

স্থানীয়রা জানান, পঞ্চগড় সীমান্ত দিয়ে প্রায়ই ভারতীয় গরু চোরাচালানের চেষ্টা করা হয়। তবে সাম্প্রতিক সময়ে বিজিবির তৎপরতা বাড়ায় চোরাচালানকারীরা কিছুটা কোণঠাসা হয়ে পড়েছে বলে মনে করছেন তারা।

বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এবং চোরাচালান সম্পূর্ণ রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...