Logo Logo

শিবচরের সূর্যনগর বাস কাউন্টারে চাঁদাবাজি বন্ধে স্থানীয়দের মানববন্ধন


Splash Image

দীর্ঘদিন বন্ধ থাকার পর মাদারীপুরের শিবচর উপজেলার সূর্যনগর বাস স্ট্যান্ডে পুনরায় চাঁদাবাজি শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চক্র বাসের যাত্রী প্রতি ৫০ টাকা করে আদায় করছে, যা সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ও ভোগান্তির সৃষ্টি করছে।

সড়কে চলমান এই নৈরাজ্যের বিরুদ্ধে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪ ঘটিকায় সূর্যনগর এলাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতাকর্মী ও বাসিন্দাদের সম্মিলিত অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচি চাঁদাবাজির বিরুদ্ধে তীব্র প্রতিবাদে রূপ নেয়।

মানববন্ধনে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সহ-সভাপতি সাব্বির আহমেদ চৌধুরী (তাপু)। এতে আরো উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আল-আমীন সিকদার, শিবচর উপজেলা জাসাস’র সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম, দত্তপাড়া ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান এবং দত্তপাড়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক কোরবান আলীসহ বহু স্থানীয় নেতা।

বক্তারা বলেন, বিএনপি সবসময় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দলের নাম ভাঙিয়ে যারা এ ধরনের অপকর্ম চালাচ্ছে, প্রশাসনের উচিত দ্রুত তাদের শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

তারা অভিযোগ করেন, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কসংলগ্ন সূর্যনগর বাস কাউন্টারে এক সপ্তাহ ধরে একটি চাঁদাবাজ চক্র পুনরায় সক্রিয় হয়ে উঠেছে। প্রতিটি বাসযাত্রী ও পরিবহন থেকে ৫০ টাকা করে চাঁদা আদায়ের ফলে যাত্রীদের মাঝে ব্যাপক উৎকণ্ঠা তৈরি হয়েছে। বক্তারা আরও জানান, এর আগে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর টানা তিন মাস চাঁদাবাজি বন্ধ ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে আবার তারা বেপরোয়া হয়ে উঠেছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, চাঁদাবাজদের কোনো দল নেই—তারা দেশ ও সাধারণ মানুষের শত্রু। কর্মসূচি শেষে নেতারা শিবচর থানার পুলিশ ও জেলা প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...