Logo Logo

ফেনীর ফুলগাজীতে কীটনাশক খেয়ে যুবকের আত্মহত্যা


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


ফেনীর ফুলগাজীতে কীটনাশক পান করে রিপন (২৫) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বৈরাগপুর গ্রামের লিটন মিয়ার ছেলে রিপন কীটনাশক পান করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রিপনের মা বহু বছর আগে মারা যান। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট। কয়েক বছর আগে বড় ভাই চট্টগ্রামে মৃত্যুবরণ করেন। মায়ের মৃত্যুর পর বাবা লিটন দ্বিতীয় বিয়ে করেন। রিপন গ্রামে ট্রাক্টর চালানোর কাজ করতেন এবং কাজের সময় অন্তত তিনবার দুর্ঘটনার শিকার হন, যার কারণে তার মাথায় একাধিক সেলাই রয়েছে। দুই সংসারের মধ্যে বাবার দ্বিতীয় স্ত্রীর এক ছেলে বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত।

পারিবারিক এই বিচ্ছিন্নতা ও ব্যক্তিগত জীবনের নানা সংকটের কারণে রিপন মানসিকভাবে চাপে ছিলেন বলে স্থানীয়রা ধারণা করছেন। ঠিক কী কারণে তিনি এমন চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, তা পরিবার বা স্থানীয় কেউ নিশ্চিত করে বলতে পারেননি। ঘটনাটি তদন্ত করছে স্থানীয় প্রশাসন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...