Logo Logo

বাউল শিল্পী আবুল সরকারের শাস্তির দাবীতে নীলফামারীতে বিক্ষোভ ও সমাবেশ


Splash Image

মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন ভাষায় কটুক্তির অভিযোগে ভন্ড বাউল শিল্পী আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নীলফামারীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে শহরের বড়বাজার ট্রাফিক মোড় এলাকায় ওলামায়ে কেরাম ও সর্বস্তরের মুসলিম জনতার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বড়বাজার ট্রাফিক মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে স্মৃতি অম্লান পাদদেশে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। বিক্ষোভে কয়েকশ মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখেন হাফেজ বেলাল হোসেন বুলবুল, হাফেজ ক্বারী মো. আব্দুস সালাম, মাওলানা দ্বীন ইসলাম ও হাফেজ আব্দুল হান্নানসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বাউল পরিচয়ের আড়ালে আবুল সরকার ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন। মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন ভাষায় মন্তব্যের মাধ্যমে তিনি মুসলমানদের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছেন। তারা দলমত নির্বিশেষে সকলকে তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, ধর্ম অবমাননার মতো ঘৃণ্য অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আবুল সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও বাংলার মাটিতে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...