ছবি ভিডিও থেকে নেয়া।
বিজ্ঞাপন
তার আগে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে নোয়াখলা ইউনিয়নের বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসার হেফজ খানায় তাহাজ্জুদ নামাজ আদায়কালে আকরাম অসুস্থ হয়ে হঠাৎ ঢলে পড়েন। তাৎক্ষণিকভাবে অন্য ছাত্ররা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মৃত আকরাম লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ফারুক হোসেনের ছেলে। তিনি ওই মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন এবং ইতোমধ্যে ১৬ পারা কোরআন হেফজ সম্পন্ন করেছেন।
প্রধান শিক্ষক হাফেজ মহিন উদ্দিন বলেন, “প্রতিদিনের মতো শুক্রবার দিবাগত রাত সোয়া ৪টার দিকে আকরাম তাহাজ্জুদের নামাজে অংশ নেয়। নামাজরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে এক সহপাঠীর কোলে ঢলে পড়ে।” পরে সকালে মাদরাসা মাঠে জানাজা শেষে আকরামের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ঘটনার বিষয়ে চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সুলতান বলেন, “এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...