Logo Logo

ভোলায় পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা


Splash Image

ভোলা জেলা পুলিশ সুপার মো.শরিফুল হককে বদলীজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার( ২৯ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় ভোলা জেলা পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশের পক্ষ থেকে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার- (লালমোহন সার্কেল) সত্যজিৎ ঘোষ।

এ সময় বক্তারা বলেন, পুলিশ সুপার মোঃ শরিফুল হক একজন সৎ, দক্ষ, মেধাবী ও সাহসী অফিসার ছিলেন। তিনি অত্যন্ত সুনামের সাথে ভোলা জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বক্তারা বলেন,গুণী এই পুলিশ কর্মকর্তা বিভিন্ন মানবিক কর্মকান্ডের ফলে ভোলা জেলা পুলিশ এবং ভোলা বাসীর কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।

সমাপনী বক্তব্যে পুলিশ সুপার মোঃ শরিফুল হক বলেন, ভোলা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য গৌরবের ও তৃপ্তির বিষয়। দায়িত্ব গ্রহণের পর থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নৈতিকতার সাথে কাজ করে যাওয়ার চেষ্টা করেছি। এই পথচলায় কারও প্রতি আমার আচরণ বা কাজে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে, আপনারা তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বক্তব্যে তিনি ভোলা জেলার সর্বস্তরের জনগণ ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কর্মজীবন, পরিবার ও নিরাপদ শান্তিময় ভবিষ্যত কামনা করেন।

এ সময় ভোলা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সকল থানার অফিসার ইনচার্জগণ ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...