বিজ্ঞাপন
হাসপাতাল সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতি–অবনতির মধ্যে দোলাচল করছে। তার চিকিৎসা কার্যক্রম তত্ত্বাবধান করছে গঠিত বহুজাতিক মেডিকেল বোর্ড। উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে পরিবারের বাইরে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ জনগণও নেত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালের সামনে জমায়েত হচ্ছেন।
বিএনপির পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হয়েছে—হাসপাতালের প্রবেশপথ অবরুদ্ধ না করতে, ভিড় না করতে এবং চিকিৎসা কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটাতে না। তবুও শনিবার ও রোববার সকালে ভিড় লক্ষ্য করা গেছে।
সরেজমিনে দেখা গেছে, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর সতর্কতায় অবস্থান নিয়েছেন। টেলিভিশন সাংবাদিকদের ক্যামেরা স্ট্যান্ড লম্বা সারিতে দাঁড়ানো। ফুটপাত ও সড়কের একাংশে অবস্থান নিয়েছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা। কেউ সরাসরি হাসপাতালে প্রবেশ করতে না পারলেও দূর থেকে ‘নীরব উপস্থিতি’ পালন করছেন।
কিশোরগঞ্জ থেকে আসা নেতা নাজমুল আলম বলেন, “আমাদের প্রিয় নেত্রী মৃত্যুশয্যায় হাসপাতালে চিকিৎসাধীন। চাইলেই আমরা ঘরে বসে থাকতে পারি না। গতকাল গভীর রাত পর্যন্ত এখানে ছিলাম। আজ সকালে আবার এসেছি। হাসপাতালে ঢুকতে পারছি না, তবে দূরে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছি।”
টিপু সুলতান নামের এক সমর্থক জানিয়েছেন, খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রয়োজন হলে নিজের ফুসফুস পর্যন্ত দিতে রাজি। তিনি বলেন, “ফেসবুক ও ইউটিউবের খবর দেখে আর ঘরে বসে থাকতে পারিনি। দোকান খুলে দিয়ে ট্রেনে রওনা হলাম, সিট না পেলেও দাঁড়িয়ে এভারকেয়ার হাসপাতালের সামনে পৌঁছেছি। নেত্রীর সুস্থতা এখন আমার একমাত্র লক্ষ্য।”
বিএনপি হাসপাতালের বাইরে ভিড় না করার জন্য সতর্ক করেছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, হাসপাতালের বাইরে জটলা তৈরি করলে অন্যান্য রোগী ও চিকিৎসকদের কাজে বিঘ্ন ঘটতে পারে। হাসপাতালের সামনে শান্তি বজায় রাখা এবং চিকিৎসকদের কাজ নির্বিঘ্ন রাখা এখন অগ্রাধিকার।
বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমে ব্রিফ করবেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। এছাড়া অন্যান্য বিষয়ে গণমাধ্যমে ব্রিফ করবেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিনের চাপ ও রোগী সেবা বজায় রাখতে পরিস্থিতি শান্ত রাখা জরুরি। কোনো অনাকাঙ্ক্ষিত ভিড় জরুরি সেবায় বিঘ্ন ঘটাবেন না, সেই নির্দেশনা অভ্যন্তরীণভাবে জোরদার করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...