Logo Logo

আধিপত্য নিয়ে সালথায় দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক


Splash Image

ফরিদপুরের সালথা উপজেলায় দীর্ঘদিন ধরে জমে থাকা আধিপত্য বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি বাজার এলাকায় এই সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ৫৪ জন আহত হয়েছেন এবং বেশ কিছু বাড়ি-ঘর ও দোকানপাট ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছে।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বর দীর্ঘদিন ধরে এলাকাজুড়ে আধিপত্য নিয়ে বিরোধে জড়িত ছিলেন। সংঘর্ষের সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র, ঢাল, সরকি, ইট-পাটকেলসহ বিভিন্ন জিনিস ব্যবহার করে হামলায় নেমেছিলেন। পাশের কয়েকটি গ্রামের লোকজনও ধীরে ধীরে এই সংঘর্ষে জড়িয়ে পড়েন।

উভয় পক্ষের নেতৃত্বে থাকা নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বর আগে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তবে গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর উভয়েই বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন।

সালথা থানার উপপরিদর্শক (এসআই) মারুফ হাসান জানান, পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। আহতদের ফরিদপুরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলমান ছিল।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং বিষয়টি নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...