Logo Logo

লালমোহনে নার্স ও মিডওয়াইফদের প্রতীকী শাটডাউন পালন


Splash Image

ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্স ও মিডওয়াইফরা রবিবার (৩০ নভেম্বর) প্রতীকী শাটডাউন কর্মসূচি পালন করেছেন।


বিজ্ঞাপন


সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা স্থায়ী এই কর্মসূচি আয়োজিত হয় বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির আহ্বানে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, ৪৮ বছরের ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র নার্সিং প্রশাসন এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার অপচেষ্টা রোধ, ডিসেম্বর মাসে হওয়ার নার্সিং নিয়োগ পরীক্ষা দ্রুত আয়োজন, পদোন্নতি সংক্রান্ত সমস্যার সমাধান এবং জনবল সংকট দূর করা সহ অন্যান্য যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হবে।

নার্স ও মিডওয়াইফরা আরও জানান, দীর্ঘদিন ধরে তাদের দাবি উপেক্ষিত হওয়ায় বাধ্য হয়ে প্রতীকী শাটডাউনে অংশ নিয়েছেন। দাবিগুলো দ্রুত বাস্তবায়িত না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নার্সিং সুপারভাইজার দিপালী রানী দে, তাসলিমা বেগম, সিনিয়র স্টাফ নার্স মো. জাকির হোসেন, সাথী রানী মজুমদারসহ অন্যান্য নার্স ও মিডওয়াইফবৃন্দ।

প্রতিবেদক- রিয়াজ উদ্দিন, ভোলা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...