Logo Logo

আশ্বাস নয়, অ্যাকশনের রাজনীতিতেই আমার আস্থা : জামায়াত আমির


Splash Image

জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি আশ্বাসের রাজনীতিতে বিশ্বাসী নন, বরং অ্যাকশনের রাজনীতিতেই তার আস্থা। রোববার (৩০ নভেম্বর) তিনি এই মন্তব্য করেন ‘প্রান্তিক পর্যায়ে স্বাভাবিক প্রসব সেবা প্রদানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডারদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে।


বিজ্ঞাপন


ডা. শফিকুর রহমান বলেন, “আশ্বাস এবং ওয়াদা নয়, বরং কাজের মাধ্যমে প্রমাণ হবে হোয়াট উই আর ফর এন্ড হোয়াট ফর আই। বাংলায় একটি কথা আছে—‘গাছ তোমার পরিচয় কি?’ গাছ বলতেছে, আমার ফলের দিকে তাকাইয়া আমার পরিচয়টা জেনে নাও। আমাদের প্রয়োজন এখন ফল। এই ফলের চাষ সবাই মিলে করতে হবে।”

দেশের মানুষকে ভালো উল্লেখ করে তিনি আরও বলেন, “তবে খারাপ রাজনীতিবিদদের কারণে দেশে কিছুই হয় না। কিন্তু আমরা মূল ধরে টান দেব।”

ডা. শফিকুর রহমান দেশের শিক্ষাব্যবস্থার উপর মন্তব্য করে বলেন, “মানসম্মত শিক্ষাব্যবস্থা নেই। মা-বাবা নয়, শিক্ষকই নির্ধারণ করবে সন্তান কী নিয়ে পড়াশোনা করবে। আমাদের লক্ষ্য সব শিশুকে বোঝা নয়, বরং দেশের সম্পদ হিসেবে গড়ে তোলা।”

তিনি আরও বলেন, “এখন জাস্টিস পয়সা দিয়ে কিনতে হয়। এটি পরিবর্তন করতে হবে। আমরা সরকারে গেলে কোনো দাবি নিয়ে দপ্তরে দপ্তরে ধরনা দিতে হবে না, আন্দোলন করতে হবে না। সরকার তার দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে।”

এ ছাড়াও তিনি জানান, সরকারে না গেলেও জামায়াতের উদ্যোগে ১০০ ক্লিনিকে সোলার প্যানেল স্থাপন করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...