Logo Logo

হজে গিয়ে হৃদরোগে এক বাংলাদেশির মৃত্যু


Splash Image

নোয়াখালীর সেনবাগ উপজেলার এক প্রবাসী বাংলাদেশি হজ পালনকালে সৌদি আরবে ইন্তেকাল করেছেন। হৃদয়বিদারক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার গ্রামে ও স্বজনদের মাঝে।


বিজ্ঞাপন


জানা গেছে, নিহত মো. আবুল কালাম আজাদ (৬৫) সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী ছিলেন এবং এবার স্ত্রীসহ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে গত ২৮ এপ্রিল সৌদি আরবে গিয়েছিলেন।

দুঃখজনকভাবে, হজ পালনকালে গত ২৯ মে দিবাগত রাত ২টায় তিনি মক্কা শরীফে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি শনিবার (৩১ মে) সকালে নিশ্চিত করেছেন অর্জুনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন।

চেয়ারম্যান রিপন জানান, “আমরা শুনেছি, তিনি অসুস্থ হয়ে মারা গেছেন। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে।”

পরিবার সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদ নিঃসন্তান ছিলেন এবং তার মরদেহ সৌদি আরবেই জানাজা ও দাফন সম্পন্ন হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

ধর্মপ্রাণ এই প্রবাসীর মৃত্যুতে শুধু তার পরিবার নয়, পুরো ইউনিয়নের মানুষ ব্যথিত। এলাকার লোকজন তার দোয়া কামনা করে জানাচ্ছেন, তিনি যেন আল্লাহর বিশেষ রহমত লাভ করেন।

প্রতিবেদক - গিয়াস রনি, নোয়াখালী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...