Logo Logo

নীলফামারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত


Splash Image

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় নীলফামারীর সদরের রামনগর ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শারীরিক জটিলতা বৃদ্ধি পাওয়ায় কয়েকদিন ধরে তিনি সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।


বিজ্ঞাপন


রবিবার (৩০ নভেম্বর) রাতে রামনগর ইউনিয়ন বিএনপির কার্যালয় ‘চাঁদের হাট’-এ এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বুলু, মোস্তাফিজুর রহমান, বেলাল হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাগর আলী, সাবেক ওয়ার্ড সভাপতি ও ইউপি সদস্য রুহুল আমীন কেনুসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে নেতারা বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন; তিনি সবার, তিনি সারা বাংলাদেশের নেত্রী। এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তার আপসহীন ভূমিকা অতুলনীয়। গণঅভ্যুত্থানোত্তর নতুন বাংলাদেশ গঠনে তাকে খুব বেশি প্রয়োজন।” তারা নীলফামারীবাসীসহ দেশবাসীর নিকট তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

এসময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ছাড়াও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...