বিজ্ঞাপন
রোববার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলার ওছখালী এলাকায় জেলা বিএনপির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিবের বাসভবনে এ আয়োজন করা হয়। হাতিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে কোরআন বিতরণ পর্বে সভাপতিত্ব করেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব।
দোয়া মাহফিলে অংশ নেন হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা আব্দুর রহিম, হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোছলেহ উদ্দিন নিজাম চৌধুরী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ এবং পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...