বিজ্ঞাপন
জেলার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে মাদক নিয়ন্ত্রণকে চিহ্নিত করে তিনি জানান, খুব শিগগিরই একটি গ্রামকে ‘মডেল গ্রাম’ ঘোষণা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
রোববার (৩০ নভেম্বর) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন।
এসপি জাহিদুল ইসলাম বলেন, “সরকার যে দায়িত্ব দিয়েছে তা যথাযথভাবে পালন করতে আমি বদ্ধপরিকর। সামনে জাতীয় নির্বাচন—এটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নীলফামারী জেলা পুলিশের প্রতিটি সদস্য দৃঢ় অঙ্গীকার নিয়ে কাজ করবে।”
সভায় বক্তব্য রাখেন নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক নুর আলম, সিনিয়র সাংবাদিক হাসান রাব্বী প্রধান ও মীর মাহমুদুল হাসান আস্তাক। তারা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এবিএম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ এবং নীলফামারী থানার অফিসার ইনচার্জ এম আর সাঈদ।
গত শনিবার নীলফামারীতে পুলিশ সুপার হিসেবে যোগদান করেন শেখ জাহিদুল ইসলাম। এর আগে তিনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...