বিজ্ঞাপন
তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “শত্রু ইসরায়েলের হয়ে কাজ করা এবং আমাদের একজন সদস্যকে অপহরণের চেষ্টা করা চারজন গুপ্তচরকে গাজায় হত্যা করা হয়েছে।” হামাস আরও জানায়, অভিযানে ব্যবহৃত অস্ত্র জব্দ করা হয়েছে। তবে অভিযুক্তদের পরিচয় প্রকাশ করা হয়নি।
তুর্কিভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, এ ঘটনার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত ১১ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় উপত্যকাজুড়ে নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। একই সময়ে আহত হয়েছে এক লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন।
চলতি বছরের শুরুতে একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল ২৭ মে থেকে গাজায় পৃথকভাবে সহায়তা বিতরণ কার্যক্রম শুরু করে, যা অঞ্চলটিতে তীব্র দুর্ভিক্ষকে আরও প্রকট করে তোলে। খাদ্য বিতরণ কেন্দ্রের সামনে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালালে শত শত মানুষ নিহত হন। দুর্ভিক্ষে শিশুসহ বহু মানুষের প্রাণহানিও ঘটে।
এদিকে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে গাজায় সংঘটিত হত্যাযজ্ঞের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...