Logo Logo

সুনামগঞ্জে ৪১০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১


Splash Image

সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের সর্দারপুর পয়েন্টে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪১০ পিস ইয়াবাসহ আশিক নুর (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


সোমবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে সদর থানার এসআই সাকিব ও এএসআই খাদিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত আশিক নুর সর্দারপুর গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে।

পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম বলেন, “যারা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। একটি সমাজকে স্থিতিশীল ও স্বাভাবিক রাখতে অপরাধ ও অপরাধীদের দমন করাই আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব।”

পুলিশের ধারাবাহিক অভিযানের কারণে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। মাদক প্রতিরোধে পুলিশ আরও কঠোর ভূমিকা পালন করবে বলেও ওসি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...