Logo Logo

বাকেরগঞ্জে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার


Splash Image

বাকেরগঞ্জে পুলিশের হাত থেকে কৌশলে পালিয়ে যাওয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এবং এক বছরের সাজাপ্রাপ্ত আসামি শাহনাজ পারভীন রানীকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


সোমবার (১ ডিসেম্বর) ২০২৫ দিবাগত রাত দুইটার দিকে একটি বিশেষ অভিযানে তাকে আটক করে বাকেরগঞ্জ থানা পুলিশ।

এর আগে একইদিন দুপুরে পুলিশ রানীকে গ্রেপ্তারের জন্য বাকেরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের রুনসী গ্রামের নিজ বাড়িতে যায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে রানীর স্বজন ও স্থানীয়দের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির একপর্যায়ে তিনি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। পালিয়ে যাওয়া রানী ওই গ্রামের হালিম খানের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৯ সালে পটুয়াখালী জেলায় দায়ের হওয়া একটি চেক প্রত্যাখ্যান মামলা বিচারাধীন থাকাকালে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি পটুয়াখালীর যুগ্ম-দায়রা তৃতীয় জজ আদালত শাহনাজ পারভীন রানীকে এক বছরের কারাদণ্ড দেন। একইসঙ্গে চেকের সমপরিমাণ ১১ লাখ ৭০ হাজার টাকা পরিশোধেরও নির্দেশ দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

সোমবার দুপুরে গোপন সূত্রে পুলিশ জানতে পারে, রানী পরিবারের একটি অনুষ্ঠানে নিজ বাড়িতে উপস্থিত আছেন। এ খবরে অভিযান চালাতে গেলে ধস্তাধস্তির মধ্যেই তিনি সটকে পড়েন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “সাজাপ্রাপ্ত আসামি শাহনাজ পারভীন রানী দীর্ঘদিন পলাতক ছিলেন। সোমবার দুপুরে তিনি একটি পারিবারিক অনুষ্ঠানে ছিলেন—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। তবে তিনি পালিয়ে যান।”

ওসি আরও জানান, “দিবাগত রাত দুইটার দিকে পুলিশের আরেকটি অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...