Logo Logo

ইমরানের খোঁজ দেওয়ার দাবিতে বিক্ষোভের ডাক, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি


Splash Image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ফাইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে মারা গেছেন—এমন একটি গুঞ্জন কয়েকদিন ধরে দেশজুড়ে তীব্র আকার ধারণ করেছে। কিন্তু এ বিষয়ে কোনো তথ্য দিচ্ছে না বর্তমান সরকার কিংবা কারা কর্তৃপক্ষ। পরিবারও দীর্ঘদিন ধরে তার সঙ্গে দেখা করতে না পারায় উদ্বেগ আরও বেড়েই চলেছে।


বিজ্ঞাপন


এই পরিস্থিতিতে ইমরান খানের সন্ধান ও সঠিক তথ্য প্রকাশের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

দলটির কর্মসূচিকে কেন্দ্র করে রাওয়ালপিন্ডি প্রশাসন নিরাপত্তার অজুহাতে শহরজুড়ে ১৪৪ ধারা জারি করেছে, যা আগামী ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। আদেশটি রবিবার জারি করেন রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চীমা।

জারিকৃত আদেশ অনুযায়ী—

* যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ বা পাঁচজনের বেশি লোকের যেকোনো ধরনের জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ।

* অস্ত্র, শূল, ভারযুক্ত লাঠি, গুলতি, বল–বেয়ারিং, পেট্রোল বোমা কিংবা সহিংসতায় ব্যবহৃত হতে পারে এমন যেকোনো সরঞ্জাম বহন করা যাবে না।

* আইন প্রয়োগকারী সংস্থার বাহিরে কেউ অস্ত্র প্রদর্শন করতে পারবে না এবং উসকানিমূলক বা বিদ্বেষপূর্ণ বক্তব্য দেওয়া যাবে না।

* জনসমাগম নিয়ন্ত্রণে পুলিশের আরোপিত নিষেধাজ্ঞা ভাঙার চেষ্টা অপরাধ হিসেবে গণ্য হবে।

* মোটরসাইকেলে পেছনে আরোহী নেওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

* মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন। তবে তার স্বাস্থ্য, অবস্থান বা নিরাপত্তা নিয়ে সরকার ও কারা কর্তৃপক্ষের নীরবতা নানা প্রশ্নের জন্ম দিয়েছে, যা ঘিরে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন এখন আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...