পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ফাইল ছবি
বিজ্ঞাপন
এই পরিস্থিতিতে ইমরান খানের সন্ধান ও সঠিক তথ্য প্রকাশের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
দলটির কর্মসূচিকে কেন্দ্র করে রাওয়ালপিন্ডি প্রশাসন নিরাপত্তার অজুহাতে শহরজুড়ে ১৪৪ ধারা জারি করেছে, যা আগামী ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। আদেশটি রবিবার জারি করেন রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চীমা।
জারিকৃত আদেশ অনুযায়ী—
* যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ বা পাঁচজনের বেশি লোকের যেকোনো ধরনের জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ।
* অস্ত্র, শূল, ভারযুক্ত লাঠি, গুলতি, বল–বেয়ারিং, পেট্রোল বোমা কিংবা সহিংসতায় ব্যবহৃত হতে পারে এমন যেকোনো সরঞ্জাম বহন করা যাবে না।
* আইন প্রয়োগকারী সংস্থার বাহিরে কেউ অস্ত্র প্রদর্শন করতে পারবে না এবং উসকানিমূলক বা বিদ্বেষপূর্ণ বক্তব্য দেওয়া যাবে না।
* জনসমাগম নিয়ন্ত্রণে পুলিশের আরোপিত নিষেধাজ্ঞা ভাঙার চেষ্টা অপরাধ হিসেবে গণ্য হবে।
* মোটরসাইকেলে পেছনে আরোহী নেওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
* মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন। তবে তার স্বাস্থ্য, অবস্থান বা নিরাপত্তা নিয়ে সরকার ও কারা কর্তৃপক্ষের নীরবতা নানা প্রশ্নের জন্ম দিয়েছে, যা ঘিরে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন এখন আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...