Logo Logo

সুস্থ আছেন ইমরান খান, সাক্ষাতের পর বললেন বোন উজমা খান


Splash Image

পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করেছেন তার বোন উজমা খান।


বিজ্ঞাপন


মঙ্গলবার কারাগারে প্রায় ৩০ মিনিটের এই সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি জানান—ইমরান খান শারীরিকভাবে পুরোপুরি সুস্থ আছেন, তবে মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন।

উজমা বলেন, তার ভাইকে দিনভর কক্ষের ভেতর রাখা হয়। খুব স্বল্প সময়ের জন্য বাইরে যেতে দেওয়া হয় এবং কারও সঙ্গে যোগাযোগের সুযোগ নেই। সাক্ষাৎ শেষে তিনি বলেন, “ইমরান খানের স্বাস্থ্য পুরোপুরি ঠিক আছে। তবে তিনি খুব ক্ষুব্ধ এবং বলেছেন, তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে।”

সাক্ষাতের আগে কারা কর্তৃপক্ষের অনুমতি মেলে উজমা খানের জন্য। কারাগারের বাইরে বিপুলসংখ্যক পিটিআই সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

৭২ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একাধিক মামলায় দোষী সাব্যস্ত হন তিনি। তবে সব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান।

গত মাসে ইমরানের তিন বোন—নোরীন নিয়াজি, আলিমা খান ও উজমা খান—সাক্ষাৎ করতে গেলে নিরাপত্তা বাহিনীর হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছিল। এর পর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে দলে ও পরিবারে শঙ্কা তৈরি হয়। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।

প্রায় টানা ২৫ দিন ধরে কারও সঙ্গে সাক্ষাতের অনুমতি না থাকায় এই গুজব আরও তীব্র হয়। অভিযোগ ওঠে—কারাগারে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে, তবে তা গোপন রাখতেই কর্তৃপক্ষ সাক্ষাৎ বন্ধ করেছে।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি জানান, ২৭ অক্টোবরের পর কেউই ইমরান খান বা তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করতে পারেননি। সাক্ষাতের দাবিতে পিটিআই নেতাকর্মীরা কয়েক দিন ধরে বিক্ষোভ করছে।

পিটিআইয়ের বিক্ষোভ ঘিরে মঙ্গলবার ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ফৌজদারি কার্যবিধির ধারা ১৪৪ জারি করা হয়েছে। সকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী জানান, দুই শহরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই ১৪৪ ধারা কঠোরভাবে কার্যকর করা হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, ইসলামাবাদ হাইকোর্ট কিংবা আদিয়ালা কারাগারের সামনে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পিটিআই-সমর্থিত সংসদ সদস্যদের আইন মেনে চলার আহ্বানও জানান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...