বিজ্ঞাপন
মঙ্গলবার (২ ডিসেম্বর) আসর নামাজের পর উপজেলার ঝোঁড়খালী দরবার শরীফে প্রথম দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মাগরিব নামাজের পর আমুয়া বন্দর জামে মসজিদেও আয়োজিত হয় দ্বিতীয় দোয়া ও মিলাদ অনুষ্ঠান। দুটি অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও কাঠালিয়া–রাজাপুর আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী গোলাম আজম সৈকত। দোয়া পরিচালনা করেন ছালেহিয়া রশিদিয়া হাফেজিয়া ও নূরাণী এতিমখানার হযরত মাওলানা মো. রুহুল আমীন (আবু হুজুর) এবং আমুয়া বন্দর জামে মসজিদের ইমাম মাওলানা মো. সিরাজ।
সংক্ষিপ্ত বক্তব্যে গোলাম আজম সৈকত বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই অসুস্থ। তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য আমাদের সবার দোয়া করা উচিত।”
এ কর্মসূচির আয়োজন করে ২নং পাটিখালঘাটা ও ৩নং আমুয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
দোয়া মাহফিল শেষে দেশনেত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...