বিজ্ঞাপন
(৩ ডিসেম্বর) সকালে ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাসে বেলুন উড়ানো ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান।
শোভাযাত্রা শেষে কলেজের সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের রেজিস্ট্রার ডা. চৌধুরী জাবির হোসেন তানিম। সভায় সভাপতিত্ব করেন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মোঃ আবদুল্লাহ আল মামুন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনির, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সালেহ আহমদ শাহীন, ঢাকা মেডিকেল কলেজের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম. এম. জামান এবং বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের সাধারণ সম্পাদক ডা. এ. কে. আজাদ।
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে চিকিৎসা, পুনর্বাসন, সচেতনতা এবং সরকারি–বেসরকারি সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...