Logo Logo

বর্নাঢ্য আয়োজনে চাটখিলে জাতীয় সমাজসেবা দিবস পালিত


Splash Image

প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর চাটখিল উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে।


বিজ্ঞাপন


দিবসটি উপলক্ষে শনিবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চাটখিল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও সেবাগ্রহীতারা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন চাটখিল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আবদুস সুলতান, উপজেলা কৃষি কর্মকর্তা জুনাইদ আলম, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফ, সাংবাদিক জসিম মাহমুদ, সেবাগ্রহীতা মফিজ উল্লাহ, প্রতিবন্ধী হেলাল উদ্দিন, মুফতি ওসমান গনি ও হাফেজ মো. হেদায়েত উল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রযুক্তিনির্ভর সেবা ও মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ের মাধ্যমে টেকসই সামাজিক কল্যাণ নিশ্চিত করা সম্ভব।

আলোচনা সভা শেষে উপজেলার ১০৭ জন প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তির মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৫৩ লাখ ৫০ হাজার টাকার সুদবিহীন ঋণ বিতরণ করা হয়। এ ঋণ বিতরণের মাধ্যমে উপকারভোগীরা আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...