বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় সদর উপজেলা সম্প্রসারিত ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এছাড়াও জেলা শিক্ষা অফিসার মো হাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষা অফিসের পাঠ্যপুস্তক সংরক্ষণের জন্য নির্মিত এই সম্প্রসারিত ভবন একটি প্রশংসনীয় উদ্যোগ। নতুন ও পুরাতন পাঠ্যপুস্তকগুলো অতি যত্নসহকারে রাখা সম্ভব হবে।” তিনি আরও ধন্যবাদ জানান উপজেলা নির্বাহী অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার এবং সকল কর্মকর্তা-কর্মচারীদের।
উল্লেখ্য, জেলা প্রশাসক আরও জোর দিয়ে বলেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতির সঙ্গে সংশ্লিষ্ট ইতিবাচক দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। তিনি সকল উপজেলার শিক্ষা অফিসে এধরনের ভবন স্থাপনের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, “নীলফামারীতে এটি আমার শেষ কর্মদিবস। আমি সকলের সুস্থতা ও সফলতা কামনা করছি।”
উদ্বোধন ও আলোচনা সভায় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...