Logo Logo

যশোরে দুই কোটি টাকার সোনার বারসহ আটক- ২


Splash Image

যশোর সদরের মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযানে দুটি সোনার বারসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা সোনার ওজন ১ দশমিক ১৬৪ কেজি, যার বাজারমূল্য দুই কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা।


বিজ্ঞাপন


৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ যশোর ব্যাটালিয়ন জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ফরিদুল ইসলাম (২৮) ও মাহাফুজ আলম (৩১) নামে দুই যুবককে আটক করা হয়। তল্লাশির সময় তাদের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মোট দশটি সোনার বার উদ্ধার করে বিজিবি।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই যুবক জানায়, তারা ঢাকার তাঁতিবাজার এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সোনাগুলো সংগ্রহ করেছিলেন। পরিকল্পনা ছিল যশোর ও চৌগাছা হয়ে সোনার বারগুলো ভারতে পাচার করার।

আটক ফরিদুল ইসলাম চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে এবং মাহাফুজ আলম ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে।

ঘটনার পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী সোনাসহ দুই যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...