Logo Logo

ডিমলায় বিপিইউএস কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান


Splash Image

নীলফামারীর ডিমলা উপজেলার মধ্য ছাতনাই বিপিইউএস কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ছিল শিক্ষার্থীদের সৃজনশীলতা, অতিথিদের প্রেরণাদায়ী বক্তব্য এবং বিদায়ী শিক্ষার্থীদের প্রতি ভালোবাসায় ভরা মুহূর্ত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিইউএস এর নির্বাহী পরিচালক ভক্তি বিলাস। প্রধান অতিথি ছিলেন পশ্চিম ছাতনাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা (তারিফ)। অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (শাহীন)।

বক্তারা বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত।”

তারা আরও বলেন, কোনো শিশু যেন অক্ষরজ্ঞানহীন না থাকে—এ লক্ষ্য নিয়ে সবাইকে বদ্ধপরিকর হতে হবে। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে অতিথিরা পড়ালেখা, অধ্যবসায় ও শৃঙ্খলার প্রতি গুরুত্বারোপ করেন। পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নিয়ে শারীরিক ও মানসিক বিকাশে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়। পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিখিল রায় এবং সার্বিক তত্ত্বাবধান করেন শিক্ষিকা খুশি মনি। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খগাবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নয়ন বসুনিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতনাই উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বুলবুল হক সরকার, মধ্য ছাতনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুল করিম লেমন, বিপিইউএস শিক্ষা প্রোগ্রামের বিএম সাদেকুল ইসলাম সাদেক, বালাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সুজন ইসলামসহ আরও অনেকে।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রতি অনুপ্রেরণা তৈরি করেছে এবং ভবিষ্যতে তাদের এগিয়ে যাওয়ার পথকে আরও মজবুত করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...