Logo Logo

নীলফামারী রেডক্রিসেন্ট ইউনিটে নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত


Splash Image

নীলফামারী রেডক্রিসেন্ট সোসাইটি ইউনিটের বিশেষ সাধারণ সভা শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে ইউনিট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পতাকা ও রেডক্রিসেন্ট সোসাইটির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সকাল সাড়ে এগারটায় সভার কার্যক্রম শুরু হয়। এর আগে মৃত্যুবরণকারী আজীবন সদস্যের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।


বিজ্ঞাপন


সভায় সভাপতিত্ব করেন ইউনিটের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে নীলফামারী রেডক্রিসেন্ট ভবনের উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন। নিজস্ব জমি ও বহুতল ভবন নির্মাণের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা হবে বলে তিনি জানান। নতুন নির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রতি সম্পূর্ণ সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

এর আগে ইউনিটের আহ্বায়ক কমিটির সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন সদস্য সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা হক প্রধান বাচ্চু, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সোহেল পারভেজ এবং জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আজীবন সদস্য মারুফ খান।

সভা শেষে ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম।

নির্বাচিত সদস্যরা হলেন—বজলুল করিম চৌধুরী (সহ-সভাপতি), মীর সেলিম ফারুক (সাধারণ সম্পাদক), সৈয়দ মেহেদী হাসান আশিক, আলিফ সিদ্দিকী প্রান্তর, অধ্যাপক সেতারা সুলতানা চৌধুরী, মোস্তফা হক প্রধান বাচ্চু এবং অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো (কার্যনির্বাহী সদস্য)।

সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী এবং রেডক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য আতাউর রহমান মুকুল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...