Logo Logo

সালথায় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি রাজন মোল্লা গ্রেফতার


Splash Image

ফরিদপুরের সালথা উপজেলায় মাছ ব্যবসায়ী উৎপল সরকার হত্যাকাণ্ডের মামলার এক প্রধান আসামি মো. রাজন মোল্লা (২৯)–কে গ্রেফতার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ০২টা ৩০ মিনিটে কোতয়ালী থানার কানাইপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ৪ ডিসেম্বর ভোর ০৪টা ৪০ মিনিটের সময় সালথা উপজেলার গৌরদিয়া গ্রামের কালীতলা ব্রিজ সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা উৎপল সরকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর থেকেই মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেফতারের পর রাজন মোল্লাকে সালথা থানা পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। পুলিশ বলছে, হত্যাকাণ্ডে কারা জড়িত ছিল এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে—তা উদঘাটনে জিজ্ঞাসাবাদ চলছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...