বিজ্ঞাপন
শনিবার (৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আফরোজ শাহীন খসরু। প্রধান অতিথির বক্তব্য দেন নবাগত জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম আকাশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী তেঁতুলিয়া উপজেলার আমীর মাওলানা মুহাম্মদ আব্দুল হাকীম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া ও আবু বক্কর সিদ্দিক (কাবুল), উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী মুহাম্মদ হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতা-কর্মী, বীরমুক্তিযোদ্ধা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।
বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “দেশে নির্বাচন হবে, আর এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। দুর্নীতির বিষয়ে আমি জিরো টলারেন্স নীতি অনুসরণ করব।”
তিনি উপস্থিত প্রতিনিধিদের কাছ থেকে এলাকার বিভিন্ন সমস্যা ও অভিযোগ জানতে চান এবং নিজ ডায়েরিতে তা লিপিবদ্ধ করেন। পরে এসব সমস্যা ও দুর্নীতির চিহ্নিত দিকগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।
মতবিনিময় সভা শেষে অংশগ্রহণকারীরা নবাগত জেলা প্রশাসকের উদ্যোগ ও সুশাসন প্রতিষ্ঠার প্রত্যয়ে আশাবাদ ব্যক্ত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...