Logo Logo

ধোঁকাবাজ জামায়াতের খপ্পরে না পড়ে ধানের শীষে ভোট দিন : কাজী আলাউদ্দীন


Splash Image

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী মো. আলাউদ্দীন বলেছেন, “জামায়াত ধোঁকাবাজ। তারা ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করছে। এই ধোঁকাবাজির খপ্পরে না পড়ে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশের উন্নয়ন উৎপাদনে অংশ নিন।”


বিজ্ঞাপন


শনিবার (০৬ ডিসেম্বর) বিকেলে বিষ্ণুপুরের ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে চৌমুহনী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক এমপি কাজী আলাউদ্দীন তার বিগত দিনের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বলেন, ২০০১ সালে এমপি নির্বাচিত হওয়ার পর পাঁচ বছরে কালীগঞ্জ উপজেলায় যে উন্নয়ন করেছেন, স্বাধীনতার পর ৫৪ বছরে কেউ তা করতে পারেনি। তিনি দাবি করেন, কালীগঞ্জের প্রতিটি অলিগলিতে কার্পেটিং রাস্তা নির্মাণ, কাজী আলাউদ্দীন হাইস্কুল, কাজী আলাউদ্দীন ডিগ্রি কলেজ, কাকশিয়ালি ব্রিজ ও বহু কালভার্ট নির্মাণসহ বিপুল পরিমাণ উন্নয়ন কাজ তিনি সম্পন্ন করেছেন।

তিনি আরও বলেন, “জনগণের কষ্ট দূর করতে নিরাপদ পানির ব্যবস্থা করেছি, বিদ্যুতায়ন করেছি, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করেছি। দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত কালীগঞ্জ উপজেলা গড়ে তুলেছিলাম। আমি সৎ ও ন্যায়পরায়ণ থাকায় প্রশাসন আমাকে যমের মতো ভয় পেত।”

কাজী আলাউদ্দীন এসময় আহ্বান জানান, আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আশাশুনি ও কালীগঞ্জ উভয় উপজেলাকে পুনরায় উন্নয়নের পথে এগিয়ে নিতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

উঠান বৈঠকে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান বাবুর সভাপতিত্বে এবং সাবেক সদস্য সচিব আজিজুর রহমান খাঁ'র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনসহ আরও অনেকে।

বৈঠকের শেষাংশে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় অশ্রুসিক্ত কণ্ঠে দোয়া-মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা-৩ আসনের বিএনপি প্রার্থী কাজী মো. আলাউদ্দীন।

প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...