বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ক্লাবটির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। রান্নাঘরের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
রাজ্য পুলিশের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত মরদেহের অধিকাংশ রান্নাঘর ও তার আশপাশ থেকে পাওয়া গেছে, যা ইঙ্গিত দেয় যে নিহতরা মূলত ক্লাবের কর্মচারী। পুলিশের বরাত অনুযায়ী, এ দুর্ঘটনায় কয়েকজন পর্যটকও মারা গেছেন, যাদের সংখ্যা ৩ থেকে ৪ জন হতে পারে। তাঁদের নাম-পরিচয় এখনও জানা সম্ভব হয়নি।
রোববার ভোরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। রাজ্য পুলিশের মহাপরিচালক অলোক কুমার সাংবাদিকদের জানিয়েছেন, “আগুন মূলত ক্লাবের রান্নাঘর এবং প্রথম তলায় সীমাবদ্ধ ছিল। উদ্ধারকৃত মরদেহের অবস্থান থেকে বোঝা যাচ্ছে অধিকাংশ নিহতই ক্লাবের কর্মচারী।”
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “গোয়ার সব বাসিন্দাদের জন্য এটি একটি অত্যন্ত দুঃখজনক দিন। যারা স্বজন ও প্রিয়জন হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানাই। রাজ্য সরকার ইতোমধ্যেই ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে। যাদের অবহেলার জন্য এমন দুর্ঘটনা ঘটেছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।”
রোববার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকার কথা জানিয়েছে পুলিশ। ইতোমধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...