বিজ্ঞাপন
রবিবার (৭ ডিসেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনকে উদ্ধৃত করে গণমাধ্যমটি জানায়, শুক্রবার মধ্যরাত থেকে শনিবার পর্যন্ত টানা গোলাগুলিতে আফগান বাহিনীর অন্তত তিনটি সীমান্ত চৌকি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
প্রতিবেদনে একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, শুক্রবার মধ্যরাতে চামান সীমান্তের জামান সেক্টরে আফগান তালেবান সেনারা প্রথমে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায়। এর পরপরই পাকিস্তানি সেনারা পাল্টা জবাব দিতে হালকা অস্ত্র ব্যবহার শুরু করে। প্রায় ৪৫ মিনিট ধরে দু’পক্ষের মধ্যে গোলাগুলি চলে।
পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় তালেবান সেনাদের পাল্টা হামলা ঠেকাতে পাকিস্তানি বাহিনী পরে ভারী অস্ত্র ব্যবহার করে। এতে রকেট লঞ্চার, কামানসহ বিভিন্ন ভারী অস্ত্রের ব্যবহার নিশ্চিত করে চৌকিগুলোকে লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়। হামলায় আফগান তালেবান বাহিনীর তিনটি বর্ডার পোস্ট ধ্বংস হয়ে যায়।
একটি সূত্র দ্য নিউজ–কে জানায়, সাধারণ আফগান নাগরিকদের ক্ষতি এড়াতে পাকিস্তানি বাহিনী ‘নির্ভূল অস্ত্র’ ব্যবহার করেছে। তবে প্রথম পর্যায়ের সংঘর্ষের পর আফগান তালেবান সদস্যরা জনবহুল এলাকায় অবস্থান নেয় এবং সেখান থেকেই পুনরায় গুলি চালায়। এর জবাবে পাকিস্তান ওই জনবহুল এলাকাতেও ভারী অস্ত্র দিয়ে পাল্টা হামলা চালায় বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে।
চামান সীমান্তে সাম্প্রতিক এই সংঘর্ষ দুই দেশের সম্পর্কের টানাপোড়েনকে আরও ঘনীভূত করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...