বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ হোসেন লেবু দীর্ঘ কয়েকবছর ধরে মন্টু’র ২৮ শতাংশ জমি ক্রয় করে চাষাবাদ করে আসছেন। তবে তারই বড় ভাই হায়দার আলী (৬০), ভাতিজা জিম (২২), খায়রুজ্জামান (২৫) এবং ভাবি খাদিজা বেগম (৪৫) সহ অজ্ঞাতনামা কয়েকজন তার জমিতে হালচাষ করে সরিষা রোপন করলে আরিফ বাধা দিতে গেলে তাকে বিবস্ত্র করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করা হয়।
ঘটনার পর স্থানীয়রা আহত আরিফকে দ্রুত নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান। আরিফ হোসেন লেবু অভিযোগে উল্লেখ করেন, একাকিত্বে তাকে খুন করে লাশ গুম করারও পরিকল্পনা করা হচ্ছে।
রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে সরজমিনে গেলে এলাকার একাধিক ব্যক্তির সঙ্গে কথা বললে তারা ঘটনাটি নিশ্চিত করেন। তবে হায়দার আলী দাবি করেন, “এই জমিটি তার নিজস্ব কেনা সম্পত্তি এবং দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছি। আমাদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বা হামলা সত্য নয়।”
নীলফামারী থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান বলেন, “অভিযোগটি আমরা গ্রহণ করেছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা ও বিচারবোধের জন্য উদ্বেগ সৃষ্টি হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...