বিজ্ঞাপন
ফরিদপুর সদর (ফরিদপুর) — সদ্য নিয়োগপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ফরিদপুর সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
আজ (মঙ্গলবার) বিকেলে, ফরিদপুর সদর উপজেলা পরিষদের কার্যালয়ে নবাগত ইউএনও মেশকাতুল জান্নাত রাবেয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশগ্রহণ করেন উক্ত ১২ ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা। সাক্ষাত অনুষ্ঠানে তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বলেন, ভবিষ্যতে উপজেলা পরিষদের সকল কর্মকাণ্ডে তারা সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন। একই সময়ে, উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা–কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
এ উদ্যোগকে দলগত ঐক্য এবং প্রশাসনিক–স্থানীয় প্রতিনিধির মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। নবাগত ইউএনওর প্রতি ইউনিয়ন পরিষদ সদস্যদের এই শুভেচ্ছা — স্থানীয় প্রশাসন ও নিজাদের প্রতিনিধিত্বকারী জনপ্রতিনিধিদের মধ্যে মমত্বপূর্ণ অংশীদারিত্ব ও সহযোগিতার প্রতিশ্রুতি হিসেবে পাঠযোগ্য।
ফরিদপুর সদর উপজেলার জনগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, এই সৌজন্য সাক্ষাত সময় ও কাজের ক্ষেত্রে ইতিবাচক ফল দেবে, এবং আগামী দিনে উন্নয়ন ও সেবা কার্যক্রমে গতি ও স্বচ্ছতা নিশ্চিত করবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...