Logo Logo

পুলিশের সহায়তায় সিলেটে বেশ কিছু মোবাইল ফোন উদ্ধার।


Splash Image

সিলেট — সিলেট জেলা পুলিশ সম্প্রতি তথ্য প্রযুক্তি ব্যবহার করে জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) ভিত্তিতে ৬৭টি হারানো বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে। উদ্ধারকৃত এই ফোনগুলো সোমবার নয়, মঙ্গলবার (তারিখ অনুযায়ী) নবায়ন হওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে, সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. সম্রাট তালুকদার জানান, জেলার ১১টি থানায় নিবন্ধিত সাধারণ ডায়েরির প্রেক্ষিতে, তথ্য প্রযুক্তি সহায়তা ও পুলিশের ক্র্যাইম-অ্যান্ড-অপারেশনস বিভাগের নির্দেশনায় এই উদ্ধার অভিযান পরিচালিত হয়।

উদ্ধারকৃত মোবাইলগুলো শেষে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মো. রফিকুল ইসলাম।

স্বস্তিতে রয়েছেন ফোন হারানো ভুক্তভোগীরা, পুলিশের কার্যকর অনুসন্ধান ও দ্রুত সেবার প্রশংসা করছেন তারা।

মো. সম্রাট তালুকদার আরও জানিয়েছেন, “আমরা সাধারণ মানুষের আস্থাকে মজবুত করতে এবং দ্রুত সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। হারানো ফোন উদ্ধারের জন্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হবে।”

এই উদ্যোগকে আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতিক হিসেবে দেখছেন স্থানীয়রা। অনেকেই আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এমন ধাপে বাবা-মায়ের স্মৃতি, জরুরি তথ্য বা ব্যক্তিগত ডেটা হারানোর ঝুঁকি কমবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...