Logo Logo

বাকেরগঞ্জে ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন কিশোরী মাকসুদা সিদ্দীকা


Splash Image

বাকেরগঞ্জে অদম্য নারী হিসেবে স্বীকৃতি পেলেন কিশোরী মাকসুদা সিদ্দীকা। নিজের কর্মদক্ষতা, আত্মবিশ্বাস ও পরিশ্রমের কারণে খুব অল্প বয়সেই অর্থনৈতিকভাবে সফল হওয়ায় তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই স্বীকৃতি প্রদান করা হয়। বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে অদম্য নারীদের সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।

প্রধান অতিথি জানান, খুব অল্প বয়সেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে মাকসুদা যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা অন্য তরুণী ও নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তার অর্জনকে উপজেলায় একটি বিশেষ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

এর আগে সেভ দ্য চিলড্রেনের আর্থিক সহায়তায় এবং সেইন্ট বাংলাদেশের বাস্তবায়নে আয়বর্ধন কার্যক্রমের আওতায় মাকসুদা সিদ্দীকা চার মাসের সেলাই প্রশিক্ষণ সম্পন্ন করেন এবং একটি সেলাই মেশিন পান। বর্তমানে তিনি নিজ দক্ষতা ও পরিশ্রমে একজন সফল ও স্বাবলম্বী নারী হিসেবে পরিচিতি পেয়েছেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রদত্ত এই সম্মাননা মাকসুদার জীবনের অর্জনে যুক্ত করল এক নতুন মাইলফলক।

প্রাতবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...