বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে সদরের দারোয়ানি রেলওয়ে বাজারসংলগ্ন ডিউড্রপ মডেল স্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসবমুখর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব তৌহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন রিইবের সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. মতিউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিউড্রপ মডেল স্কুলের প্রধান শিক্ষিকা মনিকা আফরিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন রিইবের ফিল্ড অফিসার মো. নজরুল ইসলাম, ডিউড্রপ মডেল স্কুলের পরিচালক মনিরুজ্জামান মানিক, সহকারী শিক্ষক মোশফেকুর রহমান ও মোশাররফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মানবাধিকার চর্চা ও সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে রিইবের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক কর্মকাণ্ড পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত করে। সেই থেকে প্রতি বছর সারা বিশ্বে মানবাধিকার দিবস পালিত হয়ে আসছে। এ বছরের প্রতিপাদ্য— “মানবাধিকার, আমাদের নিত্যদিনের অপরিহার্য”— শিক্ষার্থীদের মধ্যে মানবিক চেতনা আরও দৃঢ় করবে।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনটি শিক্ষার্থীদের জন্য উৎসাহব্যঞ্জক ও অনুপ্রেরণার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...