Logo Logo

ফেনীর সোনাগাজীতে শুপারী পাড়াকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় গুরুতর আহত বৃদ্ধা


Splash Image


বিজ্ঞাপন


ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাঁশতলা এলাকায় শুপারী পাড়তে বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় এক বৃদ্ধা নারী গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে হামিদ আলী ফরাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও এজাহার অনুযায়ী, দুবাই প্রবাসী আমান ফরায়জী ও মিনহাজুর রহমানের পরিবারের সঙ্গে প্রতিবেশী কবির আহম্মদের পরিবারের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। ঘটনার সময় মিনহাজুরের মা ঘর থেকে বের হয়ে দেখেন কবির আহম্মদ তাদের শুপারী গাছ থেকে শুপারী পাড়ছেন। বাধা দিলে বাকবিতণ্ডার এক পর্যায়ে কবির আহম্মদ ধারালো দা দিয়ে ওই নারীর মাথায় কোপ দেন, এতে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় কবিরের স্ত্রীও লাঠি নিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। বৃদ্ধার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত দুজন পালিয়ে যান। পরে খবর পেয়ে ছেলে মিনহাজুর রহমান বাড়িতে এসে মাকে গুরুতর আহত অবস্থায় সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নেন, যেখানে তার মাথায় ১০টি সেলাই দেওয়া হয়। বর্তমানে তিনি ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

মিনহাজুর রহমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান। অপরদিকে অভিযুক্ত কবির আহম্মদ দাবি করেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে তাদের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতি হয়, তবে তারা মাথায় আঘাত করেননি। সোনাগাজী মডেল থানার এসআই বজলুল রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে আহত নারীর মাথার ক্ষত দেখেছেন এবং লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...