Logo Logo

ফেনীর ফুলগাজীতে ইয়াবাসহ মাদক কারবারি নূরনবী আটক


Splash Image

ফুলগাজীতে দীর্ঘদিনের মাদক ব্যবসায়ী নূরনবীকে র‌্যাব আটক করেছে। অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা।


বিজ্ঞাপন


ফেনীর ফুলগাজীতে এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি নূরনবী (৪৩)কে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ২,১২৫ পিস, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা। র‌্যাব সূত্রে জানা যায়, নূরনবী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিলেন এবং তাদের কাছে এই সম্পর্কে গোপন তথ্য ছিল। তথ্যের ভিত্তিতে ৮ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় র‌্যাব-৭ একটি দল ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর নিলক্ষীগ্রামের ভূঁইয়া বাড়িতে অভিযান চালায়। অভিযান শেষে রাত ৯টার দিকে আটককৃত নূরনবীকে ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়।

নূরনবী ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর নিলক্ষীগ্রামের আজিজুল হকের ছেলে। র‌্যাব জানিয়েছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ফুলগাজী থানার অফিসার ইনচার্জ এসএম মিজানুর রহমানও এই আটকের ঘটনা ও মামলা প্রক্রিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...