Logo Logo

বাকৃবি সাংবাদিক সমিতির সদস্যদের বার্ষিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন


Splash Image

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মরত ক্যাম্পাস সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক সাংবাদিকতায় সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সাত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শুক্রবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

‘এথিক্যাল ইনোভেশন, ডাটা ড্রাইভেন জার্নালিজম অ্যান্ড এআই রিপোর্টিং’ শীর্ষক এ কর্মশালায় বাকৃবিতে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালের ১৮ জন সাংবাদিক এবং ২ জন জনসংযোগ কর্মকর্তা অংশগ্রহণ করছেন। কর্মশালাটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে।

জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) মহাপরিচালক ড. অনুরাধা ভদ্রা।

এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, প্রশিক্ষণ কর্মশালার কো-অর্ডিনেটর অধ্যাপক ড. বেনতুল মাওয়াসহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএফআরআইয়ের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্রা বলেন, কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো একটি অ্যাকাডেমিক পরিবেশে পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকা একটি বড় শক্তি। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বর্তমানে অনেক ভুয়া তথ্য ছড়িয়ে পড়ছে, যা শনাক্ত করার দায়িত্ব সাংবাদিকদের। গবেষণা ও তথ্যকে সামনে এনে দেশকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের সাংবাদিকদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম ও প্রযুক্তিগত অগ্রগতি দেশের সর্বত্র ছড়িয়ে দিতে কাজ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লিংকেজ আরও জোরদার করতে হবে।

ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, ক্যাম্পাস সাংবাদিকরা নিয়মিতভাবে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণে অংশগ্রহণ করে থাকেন। যেহেতু অধিকাংশ সাংবাদিকের সাংবাদিকতা বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তাই এ ধরনের প্রশিক্ষণ তাদের জন্য অত্যন্ত কার্যকর। তিনি আরও বলেন, এবারের প্রশিক্ষণের বিষয়বস্তু—ইথিক্যাল ইনোভেশন ও এআই জার্নালিজম—বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আলোচিত। অনলাইনে ছড়িয়ে পড়া ভুয়া ছবি ও তথ্য সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, যা চিহ্নিত করতে সাংবাদিকদের দক্ষতা বাড়ানো জরুরি।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, সাংবাদিকতা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ পেশা। সমাজের ভাবমূর্তি রক্ষার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে ভুয়া খবর ও তথ্যের বিস্তার উদ্বেগজনক। এ ক্ষেত্রে ক্যাম্পাস সাংবাদিকদের দায়িত্বশীল ও নৈতিক ভূমিকা পালন করতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...