বিজ্ঞাপন
শনিবার (১৩ই ডিসেম্বর) সকাল ১১টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, জেলা বিএনপির সদস্য কাজী আক্তারুজ্জামান জুয়েল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম শাহ আলম তমু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানান।
পাশাপাশি বক্তারা আরো বলেন, যারা আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
উল্লেখ্য, গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...