Logo Logo

ফরিদপুরে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল


Splash Image

ইনকিলাব মঞ্চের মুখপত্র শহীদ ওসমান হাদী ও চট্টগ্রাম-৮ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহকে সন্ত্রাসী কর্তৃক গুলিবিদ্ধ করার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করে ফরিদপুর জেলা বিএনপি ‌ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন


শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ এবং যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন।

সমাবেশে বক্তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র আদনান সাদীর ওপর হামলার তীব্র নিন্দা জানান। তারা বলেন, এটি শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়, বরং বাংলাদেশের গণতন্ত্র ও পুরো জাতির ওপর হামলা। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। এই নির্বাচনকে বানচাল করার জন্য দেশ-বিদেশে বসে একটি চক্র অপতৎপরতায় লিপ্ত রয়েছে। যেকোনো মূল্যে তারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, কিন্তু তাদের সে উদ্দেশ্য সফল হবে না।

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহর ওপর হামলার ঘটনার উল্লেখ করে বক্তারা বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গণতান্ত্রিক প্রক্রিয়াকে ভয় দেখানোর অপচেষ্টা। অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

এ সময় বক্তারা জানান, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন। তার আগমনকে স্বাগত জানিয়ে তার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

সমাবেশে ফরিদপুর জেলা বিএনপি, মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...