বিজ্ঞাপন
বেলা সাড়ে ১০টায় টেকেরহাট–গোপালগঞ্জ জলিরপাড় বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে ভুক্তভোগী সালাম ফকির, শুকুর আলী ও মনিমোহন হিরা বক্তৃতা দেন। তারা অভিযোগ করেন, সহকারী তহশীলদার রিমন বিশ্বাস ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদানে অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থেকে সাধারণ মানুষকে হয়রানি করছেন। তারা দ্রুত তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং অপসারণের দাবি জানান।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত সহকারী তহশীলদারের কুশপুত্তলিকা দাহ করে তাদের অসন্তোষ প্রকাশ করেন।
ভুক্তভোগী সালাম ফকির বলেন, “জলিরপাড় রাস্তার পাশে নদীর পাড় পর্যন্ত সরকারি সম্পত্তি। আমরা বিগত ৪০ বছর ধরে সরকারের কাছ থেকে এই জায়গায় বসবাস ও ব্যবসা করছি। রাস্তা সম্প্রসারণের জন্য আমাদের দোকান ও বসতঘর সরিয়ে নেওয়ার পরও সহকারী তহশীলদার অন্য এলাকায় ইজারা দেওয়ার জন্য দুই থেকে তিন লাখ টাকা নেয়। আমার কাছ থেকে তিনি দুই লাখ টাকা নিয়েছিলেন, কিন্তু দুই মাস অতিবাহিত হওয়ার পরও তা ফেরত দিচ্ছেন না। এমনকি সেই জায়গা অন্যের নামে দিয়ে দেওয়া হয়েছে। আমরা চাই আমাদের টাকা ফেরত হোক।”
অভিযোগ প্রমাণ বা তদন্ত সংক্রান্ত বিষয়ে অভিযুক্ত সহকারী তহশীলদার রিমন বিশ্বাস বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হয়রানি করার চেষ্টা করছে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...