Logo Logo

ওসমান হাদী ও এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে রনির নেতৃত্বে বিএনপির বিক্ষোভ


Splash Image

ওসমান হাদী ও চট্টগ্রামের এরশাদ উল্লাহর ওপর নৃশংস ও ষড়যন্ত্রমূলক হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।


বিজ্ঞাপন


শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর রথখোলা এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে দলটির মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন গাজীপুর-২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, “দেশে বিরোধী মত দমনে পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। ওসমান হাদী ও এরশাদ উল্লাহর ওপর হামলা তারই অংশ। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে সকল সংসদ সদস্য প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে অবিলম্বে বিরোধী দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

সমাবেশে বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার ও বিচার নিশ্চিতের দাবি জানান। কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...