ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
বিজ্ঞাপন
রোববার (১৪ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের জানান, “অপরাধীরা পালিয়ে গেছে বা বিদেশে চলে গেছে—এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো নেই। হামলাটি ‘টার্গেট কিলিং’ কিনা, সে ধরনের কোনো প্রমাণও আমরা এখনও পাইনি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সক্রিয় রয়েছে।”
ডিসি মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, হাদির ওপর কেন হত্যাচেষ্টা হয়েছে, তা তদন্তের মাধ্যমে উদঘাটিত হবে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেট শনাক্তের মাধ্যমে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মোটরসাইকেল মালিক আব্দুল হান্নান।
ডিসি বলেন, “নম্বর প্লেট শনাক্তের পর পল্টন থানা পুলিশ মধ্যরাতে তাকে আটক করেছে। তবে হামলায় তার সরাসরি জড়িত থাকার বিষয়টি তদন্তের পর নিশ্চিত হবে।”
উল্লেখ্য, ১২ ডিসেম্বর দুপুর ২টা ২৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা শরিফ হাদিকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ডিএমপি জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...