Logo Logo

ফরিদপুরে মাছ ব্যবসায়ী উৎপল সরকার হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার


Splash Image

ফরিদপুরের সালথায় মাছ ব্যবসায়ী উৎপল সরকার (২৬) হত্যা মামলার মূল আসামি ফিরোজ মাতুব্বর (৪০)কে র‌্যাব-১০ গ্রেফতার করেছে। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর ভোর আনুমানিক ৪ টার সময় উৎপল সরকার মাছ ক্রয়ের উদ্দেশ্যে অটোভ্যান চালক ফিরোজ মোল্যার অটোভ্যানে মুকসুদপুরের দিকে রওনা হন। ভোর ৪:৩০ মিনিটে সালথা থানাধীন গৌড়দিয়া কালীতলা ব্রিজ এলাকায় একটি অটো ইজিবাইক তাদের গতিরোধ করে। ইজিবাইক থেকে মুখোশ পরিহিত ৩-৪ জন ব্যক্তি নামতে গিয়ে অটোভ্যান চালক ফিরোজ মোল্যার হাত ও মুখ বেঁধে ব্রিজের রেলিংয়ে বেঁধে ফেলে।

ঘটনাক্রমে তারা অটোভ্যান চালকের কাছ থেকে অটোভ্যানের চাবি, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে উৎপল সরকারের কাছে থাকা মাছ ক্রয়ের নগদ ২০,০০০ থেকে ২৫,০০০ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার উপর আক্রমণ চালিয়ে নৃশংসভাবে হত্যা করে। পরে মৃতদেহ রাস্তার পাশে কালীতলা ব্রিজের এক কোণে ফেলে যায়।

পথচারীদের মাধ্যমে ঘটনাটি জানাজানি হলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। উৎপল সরকারের বাবা বাদী হয়ে সালথা থানায় মামলা (নং-০৪, তারিখ-০৬/১২/২০২৫, ধারা ৩৯৪/৩০২ পেনাল কোড, ১৮৬০) দায়ের করেন।

র‌্যাব-১০ মামলার তদন্তকারী কর্মকর্তার নির্দেশে গ্রেফতার অভিযান পরিচালনা করে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় শনিবার (১৩ ডিসেম্বর) রাত ১০:৩০ মিনিটে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন তাম্বুলখানা বাজার এলাকা থেকে ফিরোজ মাতুব্বরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি ফিরোজ মাতুব্বর, পিতা জয়নাল মাতুব্বর, তেতুলিয়া, কোতয়ালী, ফরিদপুরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১০ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের খোঁজে তারা আরও অভিযান চালাচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...